সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আড়াইহাজার থানায় নুতন ওসির যোগদান 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার থানায় নুতন ওসির যোগদান 

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় নুতন ওসি হিসেবে গত শুক্রবার যোগদান করেছেন এনায়েত হোসেন। এর আগে তিনি ভোলা জেলার লালমোহন থানায় কর্মরত ছিলেন। ২৩তম পুলিশ ব্যাচে পুলিশের এসআই পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এ পর্যন্ত সারাদেশে পুলিশের মধ্যে বদলির প্রক্রিয়া চলমান রয়েছে। এর অংশ হিসেবে আড়াইহাজার থানার ওসি মো. আহসানুল্লাহকে শিল্প পুলিশে বদলি করা হয়। 

এরপর গত শুক্রবার নতুন ওসি হিসেবে এনায়েত হোসেন আড়াইহাজার থানায় যোগদান করেন। কর্মক্ষেত্রে তিনি আড়াইহাজার থানার সকলের সহযোগিতা কামনা করেন।

টিএইচ